Message of the General Secretary

শাহনওয়াজ দিলরুবা খান

Designation: অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়

Position in Committee: general_secretary

Membership No.: ২৭৫

Email: [email protected]

Cadre: বিসিএস (প্রশাসন)


সম্মানিত সদস্যবৃন্দ

আসসালামু আলাইকুম

উত্তরা অফিসার্স ক্লাব, ঢাকা আমাদের প্রাত্যহিক জীবনের শীতল ছায়ার আবাসস্থল। ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমি ক্লাবের সকল সম্মানিত সদস্যদের আমাদের নব প্রস্তুতকৃত ওয়েবসাইটে স্বাগত জানাই। আপনারা জানেন যে, উত্তরা অফিসার্স ক্লাব, ঢাকা উত্তরা এবং এর আশেপাশের বসবাসরত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত কর্মকর্তাদের একটি সংগঠন এবং ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৭২২ জন, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্লাবটি নির্বাচিত নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত। ক্লাবের ২০২৩-২৪ মেয়াদের নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের পর ক্লাব কার্য্ক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ১৮টি উপ-কমিটি গঠন করা হয়। এর মধ্যে আইসিটি উপ-কমিটির কার্যপরিধির মধ্যেই উল্লেখ ছিল ক্লাবের জন্য একটি ওয়েব সাইট নির্মাণ করা। সে পরিপ্রেক্ষিতে উপ-কমিটির সুপারিশক্রমে নির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে।

ক্লাব আঙ্গিনায় সারা বছরেই জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনডোর গেম, আড্ডা, ক্লাব সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের সুকুমার বৃত্তি ও বিনোদনের মাধ্যমে পরিপূর্ণ থাকে। অদূর ভবিষ্যতে সম্মানিত সদস্যদের প্রানের দাবী একটি সর্বাধুনিক ক্লাব ভবন এ সুবিধাগুলো কয়েকগুন বাড়িয়ে দেবে বলে আশা রাখি। গ্লোবালাইজেসন এর যুগে এ নতুন ওয়েবসাইটটি ক্লাবের সকল সম্মানিত সদস্যদের প্রয়োজনীয় তথ্য ও পরিষেবা সংগ্রহ এবং সরবারাহ করবে যা সদস্যদের প্রত্যাশা পূরণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিশেষে, আমি সম্মানিত সদস্যবৃন্দকে ওয়েবসাইট পরিদর্শন, প্রয়োজনীয় তথ্য গ্রহণ ও সরবরাহ এবং ওয়েবসাইটের কার্য্ক্রমের সাথে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উন্নত বাংলাদেশ ‍বিনির্মাণে একসাথে কাজ করার জন্য সকলকে আহবান জানাচ্ছি।

এ ক্লাব বয়ে আনুক আমাদের জীবনে নতুন মাত্রা।