Requirement for Membership


১। এই ক্লাবে নিন্মোক্ত তিন শ্রেনির সদস্য থাকিবেঃ 
১. স্থায়ী সদস্য (Permanent Member)
২. আজীবন সদস্য (Life Member)
৩. সহযোগী সদস্য(Associate Member)

২। নিম্নলিখিত শর্তসমুহ পূরণ সাপেক্ষে কোন ব্যক্তি এই ক্লাবের সদস্যপদের জন্য .সহযোগী সদস্য ব্যতীত উপযুক্ত হইতে পারিবেন। 
(ক) তাহাকে বাংলাদেশ সরকারের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত প্রথম শেণির একজন অফিসার অথবা আধাসরকারি কিংবা স্বায়ত্ব শাসিত কোন প্রতিষ্ঠানে অথবা সেক্টর করপোরেশন-এর সমমর্যাদাসম্পন্ন অফিসার হইতে হইবে। সমমর্যাদাসম্পন্ন অফিসার নির্ধারণের বিষয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।
(খ) তাহাকে সুস্থ সুস্থ মনের অধিকারী হইতে হবে।

৩। যদি কোন ব্যক্তি চাকুরিতে বহাল থাকা অবস্থায় সদস্যপদেও জন্য আবেদন  করার ক্ষেত্রে উপযুক্ত বা যোগ্য হন, সে ক্ষেত্রে অবসর গ্রহনের পরও তিনি এই ক্লাবের সদস্য পদেও জন্য আবেদন করিাতে পারিবেন । তবে নি¤œলিখিত ক্ষেত্রে ক্লাবের সদস্য পদের জন্য যোগ্য বিবেচিত হইবেবন না। 
(ক) কোন সরকারি, আধা সরকারি, কিংবা স্বায়ত্বশাসিত কোন প্রতিষ্ঠানের অথবা সেক্টও করপোরেশন চাকুরিরত থাকাকালিন সময়ে তিনি যদি কোন নির্বাচনে প্রার্থী হইতে বা নিয়োগ লাভ করিবার যোগ্য বিবেচিত না হইতেন, সেই রকম কোন নির্বাচনে অংশগ্রহন করিলে বা নিয়োগপ্রাপ্ত হইলে।
(খ) কোন সরকারি, আধা সরকারি, কিংবা স্বায়ত্বশাসিত কোন প্রতিষ্ঠানে চাকুরিকালিন সময়ে যে কোন কারণে চাকুরিচ্যুত হইলে।

৪। একজন সদস্য তাহার  চাকুরি হইতে অবসর গ্রহণ করিবার পরেও ক্লাবের সদস্যপদ বহাল রাখিতে পারিবেন। কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে তাহার এই সদস্যপদ বাতিল হইয়া যাইবেঅ
(ক) কোন সরকারি, আধাসরকররি কিংবা স্বায়ত্বসাশিতপ্রতিষ্ঠানে থাকাকালিন সময়ে তিনি যদি কোন নির্বাচনে প্রার্থী হইতে বা নিয়োগ লাভের জন্য যোগ্য বিবেচিতদ না হইতেন, সেই রকম কোন নির্বাচনে অংশ নিলে বা নিয়োগ প্রাপ্ত হইলে।
(খ) একজন সদস্য রাজনৈতিক দলে যোগদান করিলে।



Information Related To

Services

Contact Details

Uttara Officer's Club, Dhaka.
Email: [email protected]
Phone No - 01732-530132